চৌদ্দগ্রামে মাটিকাটা গর্তে ডুবে ভাই বোনের মৃত্যু

প্রকাশ | ২৭ মে ২০২৫, ২০:২৯

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

কুমিল্লার চৌদ্দগ্রামে মাটিকাটা গর্তের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের অপর ভাই মোঃ রায়হান। 

জানা গেছে, ২৭ মে মঙ্গলবার দ্বিপ্রহরে দুই চাচাতো ভাইবোন বাশার মিয়ার ছেলে রেদোয়ান (৪) ও তার ভাই শেখ আহম্মেদের মেয়ে মরিয়ম (৭) বাড়ির পাশে খেলছিল। 

অনেকক্ষণ তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির পাশের মাটি কাটা গর্তের পানিতে ভাসা অবস্থায় উদ্ধায় করে। দ্রুত তাসেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, পানিতে পড়া দুই শিশুকে স্বজনরা নিয়ে এলে পরীক্ষানিরীক্ষা করে জানা যায় পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।