বাকেরগঞ্জে ভূমি মেলা উপলক্ষে সচেতনতামূলক সভা
প্রকাশ | ২৭ মে ২০২৫, ২০:৫১

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যে বরিশাল বাকেরগঞ্জে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী "ভূমি মেলা" ২০২৫ মিলবে ডিজিটাল সেবা।
মঙ্গলবার (২৭ মে) সকাল দশটায় উপজেলা পরিষদ হলরুমে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলা ও সচেতনতামুলক সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।
সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার। উপজেলা ভূমি অফিসের নাজির নাসির উদ্দিন, কানুনগো মোঃ মোফাজ্জল হোসেন, সার্ভেয়ার মাহমুদুর রহমান, বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন ভূমি কর্মকর্তাগণ ও বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ ও গনমাধ্যম কর্মীগণ।
ভূমি মেলা ও সচেতনতামূলক সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ভূমি কর্মকর্তাদের উদ্দেশে বলেন আপনারা সরকারের সেবামূলক প্রতিষ্ঠানে কর্মরত আছেন, এটা মনে রাখতে হবে।
সেবার নামে কোন সাধারণ মানুষের সাথে খারাপ আচরন, অথবা অনিয়ম দুর্নীতি এবং হয়রানি করলে তাকে ছাড় দেয়া হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধারণ মানুষের সেবার মান বাড়াতে আন্তরিক ভাবে কাজ করতে আহ্বান জানান।