নতুন বাংলাদেশে চাদাবাজদের ঠাই নেই: সারজিস
প্রকাশ | ২৭ মে ২০২৫, ২১:৫৩

জাতীয় নাগরিক পাটি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট মুক্ত এই নতুন বাংলাদেশে আর কোন চাদাবাজ দূর্নীতিবাজ লুটেরাদের জায়গা হবেনা।
তিনি মঙ্গলবার রাত ৯ টায় দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ী এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অথিতির বক্তব্যর উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন,দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা একটি অন্যতম ঐতিহাসিক উপজেলা। এই উপজেলার মানুষ অনেক আগে থেকেই রাজনৈতিকভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে বাংলাদেশের ইতিহাসে জায়গা করে নিয়েছে। তিনি ফুলবাড়ির খনি আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, উম্মুক্তভাবে কয়লা খনি হলে ভূমিকম্প,ভূমিধসের মতো ঘটনা ঘটবে,তাই এখানকার খনির ব্যাপারে আরো বেশী গবেষণার দরকার আছে। এর আগে তিনি,জেলার ঘোড়াঘাট,বিরামপুর,নবাবগঞ্জ উপজেলায় পথসভাসহ গণসংযোগে অংশ নেন। এসময় তার সাথে স্থানীয় ও কেন্দ্রীয় নের্তৃত্ববৃন্দ অংশ নেন।