বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বাবুগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রকাশ | ০২ জুন ২০২৫, ০৯:৫২

বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ বাবুগঞ্জে শোভাযাত্রা । ছবি: যায়যায়দিন

"তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি,তামাক ও নিকোটিনমুক্ত বরিশাল" এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস  ২০২৫ উপলক্ষ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ (সংশোধনী-২০১৩) বাস্তবায়নে গঠিত বিভাগীয় টাস্কফোর্স কমিটির আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদ।

কর্মশালায় কামরুন নাহার তামান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সুভাষ সরকার, বাবুগঞ্জ থানার ওসি জহিরুল আমল ও এয়ারপোর্ট থানার ওসি তদন্ত ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. রহমান স্যন্যামত, জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ী প্রমুখ।