দৌলতপুরে পাট উৎপাদনকারী চাষিদের নিয়ে কর্মশালা
প্রকাশ | ০২ জুন ২০২৫, ১২:৫৮

কুষ্টিয়ার দৌলতপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্প এর আওতায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োাজনে রবিবার (১ জুন) দিন ব্যাপী উপজলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে, সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. বেলাল হোসেন এর সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশিদ, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূরুল ইসলাম, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা এ বি এম কামাল আহমেদ, মিরপুর উপজেলার উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রাশেদ আহমেদ প্রমুখ।
প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষী অংশগ্রহণ করেন। পাট চাষের সোনালী দিন ফিরিয়ে আনতে পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাট চাষীদের ওই প্রশিক্ষণ দেওয়া হয়।