মোবাইল কোর্টে ‘আফ্রিকান মাগুর’ ধরলেন ইউএনও

প্রকাশ | ০২ জুন ২০২৫, ১৭:৫৭

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কচুয়ায় মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আনুমানিক ২০০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে।

একই সাথে অবৈধ ভাবে এই মাছ বিপণন ও বিক্রির অপরাধে মোঃ রবিউল ইসলাম(৩১) নামে এক মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

কচুয়া  উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৪ নং ধারা লঙ্ঘনের অপরাধে ৫নং ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড ও আনুমানিক ২০০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল,ফিসারিজ কর্মকর্তা দিপংকর চক্রবর্তী সহ পুলিশ ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল বলেন,এই মাগুর মাছ গুলো অনেক বড় হয়ে থাকে,মাছগুলো রাক্ষুসে হওয়ায় বিভিন্ন মাছের ডিম, পোনা সেইসঙ্গে অন্যান্য জলজ প্রাণী মুহূর্তের মধ্যে খেয়ে নিঃশেষ করে ফেলতে পারে।এই মাছ যদি কোনো ক্রমে নদী বা মুক্ত জলাশয়ে চলে যায় তাহলে মৎস্য সম্পদ ও পরিবেশের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ বলেন, উপজেলার বাজারগুলো আফ্রিকান মাগুরের বিষয়ে প্রচারণার পাশাপাশি আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকজনকে জরিমানা করা হয়েছে। এছারা  নিষিদ্ধ এ মাছ ঠেকাতে বাজারগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে।

এছাড়াও তিনি ক্রেতাদের সচেতন করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার কথাও জানান।