নবনির্বাচিত বিজিএমইএ সভাপতি বাবু খানকে ফুলেল শুভেচছা

প্রকাশ | ১০ জুন ২০২৫, ১৭:২৭

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক শিল্প মালিক সংগঠনের (বিজিএমইএ) সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুকে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষে থেকে ফুলেল  শুভেচ্ছা ও সংবর্ধনা   জানানো হয়েছে। 

গতকাল সোমবার রাত ৯ টার সময়  দর্শনা প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি একরামুল হক পিপুলের সভাপতিত্বে সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান যুদ্ধের সঞ্চচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক ( বিজিএমইএ) এর নবনির্বাচিত সভাপতি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুকে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সাংবাদিকরা তাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

এ সময় মাহমুদ হাসান খান বাবু সাংবাদিকদের  উদ্দেশে বলেন, এ বিজয় শুধু আমার নয়, এ বিজয় চুয়াডাঙ্গার জনগণের। তিনি আরও বলেন,  রাজনীতি যেন ব্যবসা ও ব্যাক্তিগত কেন্দ্রীক না হয়। রাজনীতি ব্যাক্তিগত লাভের জন্য নয়, মানুষকে সেবা করার একটা প্লাটফর্ম। 

এসময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম  সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, সিনিয়র সাংবাদিক সাবেক সভাপতি  মনিরুজ্জামান ধীরু, সাবেক সভাপতি আওয়াল হোসেন, মনিরুজ্জামান সুমন,  চন্চল মেহমুদ,  আহসান হাবিব মামুন,  নজরুল ইসলাম, মাহমুদ হাসান   রনি, এফ এ আলমগীর, লিটন, হাসমত আলী, সাব্বির  আলিম, আব্দুল হান্নান,  মাসুম বিল্লা,  রাজিব মল্লিক, ফরহাদ হোসেন, রিফাত,  সুকমল চন্দ্র দাস বাধন প্রমুখ।।