সাতকানিয়ায় দিদারুল হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
প্রকাশ | ১০ জুন ২০২৫, ১৭:৩৬

চট্টগ্রামের সাতকানিয়ায় মসজিদ কমিটির বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত মো. দিদারুল আলমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১০ জুন) উপজেলা এওচিয়া ইউনিয়নের দেওদিঘী বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার দিন নিহত মো. দিদারুল আলমের বসতঘরে তারই চাচাতো ভাই মো. সোহেলের বিবাহের বিষয়ে সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গদের নিয়ে একটি বৈঠক চলছিল। ওই বৈঠক চলাকালীন সময় হত্যাকারীরা দিদারুলের উপর হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় দিদারুলকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, ঘটনার দিন তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত চার জনকে গ্রেপ্তার করে আদালতের নিকট সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।