দামুড়হুদা সীমান্ত দিয়ে ৬ বাংলাদেশিকে পুশব্যাক

প্রকাশ | ১৪ জুন ২০২৫, ১৭:৪৩

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

চুয়াডাঙ্গার দর্শনা থানার ঠাকুরপুর সীমান্ত দিয়ে ভোরে নারী,পুরুষ ও শিশুসহ একই পরিবারের ৬ বাংলাদেশিকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

শনিবার (১৪ জুন) ভোরের দিকে ঠাকুরপুর সীমান্তের ৮৭ নং মেইন পিলালের কাছ দিয়ে তাদেরকে পুশব্যাক করে ভারতীয় বিএসএফ। 

পরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির ঠাকুরপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আনোয়ার হোসেন ৬ জনকে আটক করে দর্শনা থানায় সোপর্দ করে।

পরে এদেরকে রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়। এরা হলেন, কুড়িগ্রাম  জেলার মৃত্য কিতাব আলীর ছেলে শাহাজান (৪০) শাহাজানের স্ত্রী (কহিনুর) (৩৫) মেয়ে সাবিহা খাতুন (১৮) শারমিন (১৫) মিশু সাথী খাতুন (৮) ও ছেলে নাজমুল (১)।

এ বিষয়ে শাহাজান বলেন, গত ১৯/২০ বছর আগে আমরা কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতের হরিয়ানায় রাজ্যে গিয়ে বসবাস করছিলাম। কিন্তু হঠাৎ করে ভারতীয় লোকজন আমাদেরকে জোর পূর্বক তাড়িয়ে দিচ্ছে। এবং তারা বোলছেন কোন বাংলাদেশী লোক ভারতে থাকবে না।

এ ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর বলেন,বিজিবি আমাদের কাছে একই পরিবারের ৬ জনকে হস্তান্তর করেছে। আমরা তাদের কাছে শুনে তাদের আত্মীয় স্বজনকে খবর দিয়ে কুড়িগ্রাম থানায় একটি বার্তা প্রেরন করেছি।

এ ঘটনায় দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কে এইচ তাসফিকুর রহমান জানান,দর্শনা থানার ওসি আমাকে জানালে আমি তাদের ৬ জনকে পূর্ব রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। দুপুরের তাদের খাবার ও গোসলের ব্যাবস্থা করা হয়েছে। তারা একই পরিবারের সদস্য তাদের আত্নীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে তারা আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।