দোহারে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩

প্রকাশ | ২২ জুন ২০২৫, ১৬:৪৩

দোহার (ঢাকা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ঢাকার দোহার উপজেলায় মধ্যরাত থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই হাজার পিস ইয়াবা, ১৬টি দেশীয় অস্ত্র, মাদক বিক্রির ৩ লাখ ৮৫ হাজার টাকা ও বৈদেশিক মুদ্রাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
রোবার (২২ জুন) মধ্যরাত থেকে উপজেলার দক্ষিণ জয়পাড়া কুটি মুন্সীর হল সংলগ্ন এলাকায় শহীদের বাড়িতে এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদ (৪৫) ও তার সহযোগী দুই ভাই ইলিয়াস (৩৮) এবং সজীব (৩৩)।

দোহার থানার ওসি তদন্ত মো. নুর নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দোহার সেনাবাহিনী ক্যাম্পের নেতৃত্বে মধ্যরাতে উপজেলার দক্ষিণ জয়পাড়া কুটি মুন্সীর হল সংলগ্ন এলাকায় শহীদের বাড়িতে অভিযান চালানো হয়। 
এ সময় অভিযানে তাদের গ্রেপ্তার করে বিপুল পরিমান মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, বৈদেশিক মুদ্রা ও মাদক বিক্রির নগদ ৩ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে সার্বিক ভাবে সহযোগিতা করেন দোহার থানা পুলিশের একটি চৌকস দল।

পরে গ্রেপ্তার ৩ জনকে উদ্ধারকৃত মালামালসহ দোহার থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। শহীদ ও তার ভাইয়ের নামের এর আগেও থানায় মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।