ছয় দফা দাবিতে চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

প্রকাশ | ২৪ জুন ২০২৫, ১৯:২২

স্টাফ রিপোর্টার,  চুয়াডাঙ্গা
ছবি: যায়যায়দিন

ছয় দফা দাবি আদায়ে চুয়াডাঙ্গায়  অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকালে জেলার  চারটি উপজেলার  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  বাংলাদেশ  হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে অবস্থান কর্মসূচি পালিত হয়। 

দু'ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে দাবি সম্বলিত ব্যানার, লিফলেট নিয়ে উপজেলার সকল স্বাস্থ্য সহকারীরা অংশ নেয়। সে সময় বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা  শাখার সভাপতি  মোঃ সোহাগ হোসেন রাজীব, সাধারন সম্পাদক মামুন মাহমুদসহ  অন্যান্য নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন,  নির্বাহি আদেশে নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ১৪ তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষনের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা  প্রদান ও  ১১তম গ্রেডে বেতন স্কেল উন্নীতকরনসহ ৬ দফা দাবি  বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়ন না করা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষনার হুশিয়ারি দেন তারা।