বিএমপি পুলিশের অভিযানে ৫ মাদক বিক্রেতা আটক

প্রকাশ | ২৫ জুন ২০২৫, ১৫:০৩

বরিশাল অফিস
বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের অভিযানে আটক মাদক ব্যবসায়ী।

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের অভিযানে ১৬২ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ জুন) রাত আড়াইটার দিকে তাদের সদর উপজেলার চর আবদানী এলাকা থেকে আটক করা হয়। মেট্রো পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্য এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা শাখার এসআই মোঃ রাকিব হোসাইন এর নেতৃত্বে একটি টিম মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চর আবদানী বেলতলা খেয়াঘাট সংলগ্ন জনৈক শাহ আলমের বাসায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ সাকিব হাওলাদার (২৫), মোঃ সজল গাজী (৩৬), মোঃ সোহাগ হাওরাদার (৩৮), তপন হাওলাদার (৩৫) ও মোঃ সাকিব দিদারকে (২২) আটক করে। আটককৃতদের কাছ থেকে ১৬২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩২’শ টাকা উদ্ধার করে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।