আধিপত্যবাদ থেকে জনগনকে রক্ষা করতে ঐক্যের বিকল্প নেই: ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান

প্রকাশ | ২৬ জুন ২০২৫, ০৯:৫১

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান পথসভায় বক্তব্য রাখছেন। ছবি: যায়যায়দিন

বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আরও সুসংগঠিত করার জন্য এবং আধিপত্যবাদ থেকে দেশের জনগনকে রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।  তিনি বুধবার  বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদীতে পথসভায় এসব কথা বলেন।

মো. শাহজাহান বলেন, এ রাষ্ট্রের মালিক জনগণ। ৫ আগস্টের আন্দোলনের পর জনগণ মনে করেছিল তাদের রাষ্ট্রের মালিকানা তারা ফিরে পেয়েছে। কিন্তু জনগণ তাদের এ আশাটাকে হৃদয়ে ধরে রাখতে পারেনি। আমাদের মধ্যে আজকে মতপার্থক্য তৈরি হয়েছে, যা কেউ বড় করে দেখছে, কেউ ছোট করে দেখছেন। তবে আমি মনে করি এ মতপার্থক্য দূর করে আমাদের ঐক্যবদ্ধ হওয়া খুব একটা কঠিন বিষয় না। তাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো আমাদের সবাইকে আবারও ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রকে গড়ে তুলতে হবে। 

বিএনপির এ নেতা দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরে আসাকে কেন্দ্র করে দুপুরের পর থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তা থেকে জেলা শহর মাইজদী পর্যন্ত সড়কের দুই পাশে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। এ সময় নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে স্বাগত জানিয়ে নানা রকম শ্লোগান দেন।

বিকেলে জেলা শহরের মফিজ প্লাজার সামনে অনুষ্ঠিত পথসভায় মোঃ শাহজাহান  বলেন, বিএনপি কখনও ক্ষমতার রাজনীতি করে না। বিএনপি জনগণের সাথে আছে। আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে আমাদের দলের নেতাকর্মীরা কম রক্ত দেয়নি। এ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমরা দায়বদ্ধ।

তিনি বলেন, বিএনপি দল শাসক হতে চায় না, সেবক হতে চায়। তাই আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক। যে নির্বাচনে ছোট-বড় সকল দল অংশগ্রহণ করবে। এটা নিয়ে ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নেই। পসভায় উপস্থিত বিএনপির এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দশ্যে মোঃ শাহজাহান বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসার প্রতিদান কখনও দেয়া সম্ভব নয়।

আমি প্রতিজ্ঞা করছি সারাজীবন আপনাদের পাশে থাকবো। পথসভায় নেতাকর্মীদের আবেগ-ভালোবাসাপূর্ণ উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।