চৌগাছার বাওড়ে অবৈধ চায়না জাল জব্দ
প্রকাশ | ২৬ জুন ২০২৫, ১১:৪৩

যশোরের চৌগাছার বল্লভপুর বাওড়ে অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৩টায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন।
অভিযান চলাকালে বাওড়ের বিভিন্ন স্থানে পেতে রাখা বেশ কয়েকটি অবৈধ চায়না জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয়দের চায়না জালের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। মৎস্য কর্মকর্তা জানান, এই ধরনের জাল দিয়ে ছোট-বড় সব মাছ ধরা পড়ে, ফলে প্রাকৃতিক মাছের উৎপাদন কমে যায় এবং জলজ প্রাণীর স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হয়।
উল্লেখ্য, সরকার চায়না দুয়ারী জালসহ ক্ষতিকর সব ধরনের মাছ ধরার সরঞ্জাম নিষিদ্ধ করেছে। তবে এখনো কিছু অসাধু ব্যক্তি তা ব্যবহার করে আসছে।
স্থানীয়দের অভিযোগ, মাঝেমধ্যে অভিযান হলেও নিয়মিত নজরদারির অভাবে এ ধরনের জাল ব্যবহার বন্ধ হচ্ছে না। তারা আরও নিয়মিত অভিযান চালানোর দাবি জানান।