গাংনীতে সড়কে ডাকাতি, বোমা ফাটিয়ে পালালো ডাকাত

প্রকাশ | ২৬ জুন ২০২৫, ১২:৩১

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা আঞ্চলিক সড়কে ককটেল ফাটিয়ে গন ডাকাতি-যায়যায়দিন

মেহেরপুরের গাংনী উপজেলার  ধানখোলা  আঞ্চলিক সড়কে ককটেল ফাটিয়ে গন ডাকাতির ঘটনা ঘটেছে। 

ডাকাতদল পথচারীদের কাছ থেকে মোবাইল ও টাকাসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নিয়েছে।

বুধবার (২৫ জুন) রাত সাড়ে ৯ টার দিকে  বিল্লাল নার্সারির মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ধানখোলা গ্রামের বিপ্লব জানান, গাংনী শহরে কাজ শেষে  বাড়ি ফেরার পথে গাংনী-ধানখোলা গ্রামের সড়কের বিল্লাল নার্সারীর সামনে ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তি তাকে আটক করে এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে  ২০০০ টাকা ও ১টি মোবাইল ফোন কেড়ে নেয়।

এ সময় গাংনী শহরের কাঁচা বাজারের আব্দুর রশিদের ছেলে আরিফুল ইসলামের মোটরসাইকেল আটকিয়ে  নগদ ৭ হাজার টাকা, ১টি মোবাইল ফোন, ও উপজেলার কাষ্টদহ গ্রামের শিশিরের কাছ থেকে ১৫০০ টাকা ছিনিয়ে নেয় ডাকাত দল।

এছাড়াও পর্যায়ক্রমে বিভিন্ন পেশার মানুষ  নিকট থেকে আনুমানিক ৩০ থেকে ৩৫ হাজার টাকা এবং ৮ টি মোবাইল ছিনিয়ে নেয়। ছিনতাই শেষে তার তিনটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

স্থানীয়রা জানান, ইতিপূর্বেও এই আঞ্চলিক সড়কটিতে ডাকাতের ঘটনা ঘটেছিল। উদ্ভূত পরিস্থিতিতে এই আঞ্চলিক সড়কে টহল পুলিশের তৎপরতা বাড়াতে দাবি জানিয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি।

বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করে অপরাধী শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।