গাংনীতে বিএনপি অফিসের সামনে ককটেল, চিরকুটে  হুমকি

প্রকাশ | ২৬ জুন ২০২৫, ১২:৩৭

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে বিএনপি অফিসের সামনে থেকে দুটি বোমা  সদৃশ্য বস্তু উদ্ধার-যায়যায়দিন

মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামে স্থানীয় বিএনপি অফিসের সামনে থেকে দুটি বোমা  সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। 

সেখানে পড়ে ছিল আওয়ামী লীগের নামে হুমকি সম্বলিত একটি চিরকুট। আজ বৃহস্পতিবার সকালে পুলিশের একটি দল বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, নওদা মটমুড়া গ্রামের স্থানীয় বিএনপির অফিস রয়েছে। রাতে অফিস বন্ধ করে নেতাকর্মীরা বাড়ি চলে যায়। আজ সকালে অফিসের সামনে স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ্য বস্তু দুটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

বোমা সদৃশ্য বস্তুর পাশে পাওয়া যায় হাতে লেখা একটি চিরকুট। তাতে আওয়ামী লীগের এক অজ্ঞাত কর্মীর বরাত দিয়ে লেখা রয়েছে- শেখ হাসিনা পালিয়ে গেলেও তারা জায়গায় রয়েছে।ভবিষ্যতে ক্ষমতা পেলে ফিলিস্তিনের মত হবে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, বোমা সদৃশ্য বস্তু দুটি পানি- বালু ভর্তি পাত্রে রেখে প্রাথমিক নিষ্ক্রিয় করা হয়েছে।

 এ ঘটনার পেছনে কারা রয়েছে তদন্ত করা হচ্ছে।