আমতলীতে বিশ্ব পরিবেশ দিবস ও তামাক বিরোধী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ | ২৬ জুন ২০২৫, ১৬:৩০

বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বেসরকারী সংস্থ্যা এন,এস,এস, ওয়ার্ল্ড ভিশন ও ফুড ফর হাংরী এর সহয়েগিতায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে । বুধবার শোভাযাত্রা ও উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয় ।
এ ছাড়া দুপুরে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যাবহার নিয়ন্ত্রন কার্যক্রমের আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো: রোকনুজ্জামান খান এর সভাপতিত্বে ও আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ মো: জামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ওলি আহাদ, প্রাথমিক শিক্ষা অফিসার মো: সফিউল আলম, সমাজসেবা অফিসার মো: মানজুরুল কাওসার।
আরও বক্তব্য রাখেন সমবায় অফিসার আবুল কালাম আজাদ, বি,আর,ডিবি অফিসার ফিরোজ আলম, ওসি তদন্ত মো: আমির হোসেন, জাইকা প্রতিনিধি মো: মাইনুল হোসেন ,এন,এস,এস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, সাংবাদিক জাকির হোসেন,হায়াতুজ্জামান মিরাজ, মনিরুল ইসলাম প্রমুখ।