থানচিতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

প্রকাশ | ২৬ জুন ২০২৫, ১৬:৫০

থানচি (বান্দরবান )প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

বান্দরবানের থানচি উপজেলার পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) 'র আয়োজনের বৃহস্পতিবার ২৬ জুন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স' র মিলনায়তনের অনুষ্ঠিত হয়। 

"অংশীদ্বারিত্বের ভিক্তিতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সহনশীল জীবিকার জন্য (পিআরএলসি) প্রকল্পে"  মানুষের জন্য ফাউন্ডেশন সহযোগিতায়, ইউরোপীয় ইউনিয়ন অর্থায়নে বিগত সেপ্টেম্বর ২০২৩ ইং হতে বান্দরবান পার্বত্য জেলা, থানচি উপজেলায় ৪টি ইউনিয়নের সহনশীল জীবন জীবিকা, পুষ্টি, দুর্যোগ ও সামাজিক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি ও বাস্তবায়ন করে আসছিল সংস্থাটি।

বিএনকেএস (পিআরএলসি)প্যারামেডিক, উসাইনু মারমা সঞ্চালনায়  প্রকল্প কো- অর্ডিনেটর পেসল চাকমা সভাপতিত্ব করেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ প্রধান অতিথি গিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে মহিলা বিষয়ক কর্মকর্তা (অ:দা:) আয়েশা আক্তার,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ( ভা: প্রা:) নিজাম উদ্দিন,প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা, সমাজ সেবা অধিদপ্তরের সুপারভাইজার মো: আমির হোসেন প্রমূখ।

ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, নিরাপদ খাবার গ্রহণ, খাবারের পুষ্টিমান ও নিরাপত্তা বজায় রাখা, চিনি ও লবণের ব্যবহার সীমিত করা, অতিরিক্ত ভাজা ও ফাস্টফুড বর্জন করা এবং শিশু ও প্রবীণদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করা। 

এছাড়াও “সুস্থ জীবনের জন্য পুষ্টির গুরুত্ব অপরিহার্য। এই সপ্তাহ পালনের মাধ্যমে আমরা জনসচেতনতা বৃদ্ধি করতে এবং একটি স্বাস্থ্যকর জাতি গঠনে ভূমিকা রাখতে পারব।  “সরকার জনস্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে বদ্ধপরিকর। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।