গাংনীর রংমহল সীমান্তে ৮ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

প্রকাশ | ২৬ জুন ২০২৫, ১৬:৫০

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
গাংনীতে পুশইন করা বাংলাদেশীরা: ছবি যায়যায়দিন

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রংমহল ও খাসমহল গ্রামের মাঝামাঝি সীমান্তি এলাকা দিয়ে নারী ও শিশুসহ ৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

আজ বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশে পাঠানো হয়। স্থানীয় বিজিবি ক্যাম্প তাদেরকে আটক করেছে।

সীমান্ত পার হয়ে আসা ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ জেলার বাসিন্দা ধনু মিয়ার ছেলে টিটু শেখ (৪৫) একই এলাকার বাসিন্দা এজাজ মোল্লার ছেলে আশরাফুল ইসলাম (৫৫) খুলনা জেলার দৌলতপুর উপজেলার বাসিন্দা আব্দুল বারেকের ছেলে আমিনুল ইসলাম (২৮), নড়াইল জেলার বাসিন্দা জাব্বার শেখের মেয়ে সাবেজান খাতুন (৪০), 
জামালপুর জেলার বাসিন্দা মোজাম্মেল হোসেনের মেয়ে ফাইমা খাতুন (২৭), একই এলাকার বাসিন্দা নাছিমা আক্তার (৩৬), রহিম মিয়া (৫) এবং রোহান শেখ (৩)

৪৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংমহল ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল বাসার বলেন, ৮ জনই বাংলাদেশি বলে দাবি করছেন। তবে কারও কাছেই জাতীয় পরিচয়পত্র নেই। 
ফলে প্রকৃতপক্ষে তারা বাংলাদেশি কি না, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাদেরকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।