মুকসুদপুর প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্তি উপলক্ষে বর্ধিত সভা
প্রকাশ | ২৮ জুন ২০২৫, ১১:৪০

মুকসুদপুর প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্তি ও কমিটি গঠন উপলক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেল ৪টায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়, ফরিদ মিয়া কমপ্লেক্সে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক, সাবেক সভাপতি এবং প্রেসক্লাবের উপদেষ্টা ফরিদ আহম্মেদ মিয়া। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, দৈনিক সরেজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি কবির হোসেন, দৈনিক কালের সমাজের প্রতিনিধি মো. কাইয়ুম শরীফ, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক হুসাইন আহম্মেদ কবির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামচুল আরেফিন ,এছাড়া সদস্য আবু বক্কর সিদ্দিক, পরেশ বিশ্বাস ও মেহেবুবা হোসেন অন্তু।
আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সদস্য ও নজর বিডি ডট কম এর স্টাফ রিপোর্টার গাজী মোঃ নিয়ামুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সদস্য ও নজর বিডি ডট কম,বাঙ্গালী খবর এর যথাক্রমে স্টাফ রিপোর্টার ও মুকসুদপুর প্রতিনিধি সুমাইয়া নূর প্রভা, সদস্য রাজু মিয়া, সদস্য আশিক দিপুসহ অন্যান্য সাংবাদিকগণ।
সভায় সকল সদস্যদের অংশগ্রহণে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে মতবিনিময় করা হয়।
প্রধান অতিথি ফরিদ আহম্মেদ মিয়া বলেন, “মুকসুদপুর প্রেসক্লাব শুধু একটি সাংবাদিক সংগঠন নয়, এটি এলাকায় গণতন্ত্র, মানবাধিকার ও সত্য প্রকাশের প্রতীক হয়ে উঠতে পারে। সকল সাংবাদিকের ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় রেখে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কাজ অন্যায়ের প্রতিবাদ ও সত্যের পক্ষে কথা বলা। নতুন প্রজন্মের সাংবাদিকদের পেশাগত দক্ষতার পাশাপাশি নৈতিকতা ও দায়বদ্ধতার শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি।”
সভা শেষে নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় এবং প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে পরিকল্পনা নেওয়া হয়।