দীর্ঘদিন শূন্য সাব-রেজিস্ট্রারের পদ, দুর্ভোগে পার্বতীপুরবাসি
প্রকাশ | ২৯ জুন ২০২৫, ১৫:১৪

দিনাজপুরের পার্বতীপুরে দীর্ঘদিন ধরে সাবরেজিস্ট্রারের পদ শূন্য থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন জমি ক্রেতা-বিক্রেতরা।
জানা গেছে,দিনাজপুরের অন্যতম উপজেলা পার্বতীপুরে দীর্ঘদিন ধরে সাবরেজিস্টারের মতো একটি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। খনিজ সম্পদে সমৃদ্ধ ও রেলওয়ে জংশন খ্যাত এই উপজেলায় ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা রয়েছে।
এখানে ৪ লক্ষাধীক মানুষের বসবাস। প্রতিনিয়তই এখানে জমি ক্রয়-বিক্রয় হয়ে থাকে। কিন্তু সাবরেজিস্টারের মতো একটি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় এখানকার জমি ক্রেতা-বিক্রেতরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
একটি নির্ভরশীল সূত্র থেকে জানা গেছে,পার্বতীপুরে সাবরেজিস্টারের পদ শূন্য থাকায় দিনাজপুর সদরের একজন সাবরেজিস্টার সপ্তাহে একদিন অথাৎ প্রতি বৃহস্পতিবার এখানে এসে জমি রেজিষ্ট্রেশন কাজ সম্পাদন করেন। ফলে এক সপ্তাহের কাজ একদিনে করতে যেয়ে চরম জটিলতার সৃষ্টি হচ্ছে।
জমি নিবন্ধন ও অন্যান্য কাগজপত্রের কাজ সম্পাদনের জন্য উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে একসাথে লোকজন এসে জড়ো হচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগ,অফিস সপ্তাহে একদিন খোলা থাকায় অনেক সময় কাজ অসম্পূর্ণ থেকে যায়। এতে সাধারণ মানুষের সময়,শ্রম এবং অর্থ সবই নষ্ট হচ্ছে। তাঁরা দ্রুত সাবরেজিস্টার পদায়নের দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন,এ অবস্থা চলতে থাকলে জমি রেজিস্ট্রেশনের প্রক্রিয়া আরও জটিল হবে এবং অনাকাঙ্ক্ষিত ভোগান্তি বাড়বে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে পার্বতীপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মূলত সাবরেজিস্টার পদ শূন্য থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।