ডোমারে বীজ, চারাগাছ ও সার বিতরণ
প্রকাশ | ২৯ জুন ২০২৫, ১৫:১৬

নীলফামারীর ডোমারে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, চারাগাছ ও সার বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষক পর্যায়ে আবাদ বৃদ্ধির লক্ষে গ্রীষ্মকালীন পেঁয়াজ, হাইব্রিড মরিচ, গ্রীষ্মকালীন শাক সবজি, আমের চারা, প্রতিষ্ঠান পর্যায়ে তাল ও নারিকেলের চারা ও শিক্ষার্থীদের মাঝে চার প্রকার ফলের চারা বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহাদুল হক, ডোমার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাজিয়া সুলতানা, উপসহকারী কৃষি কর্মকর্তা তাসমিন আক্তার প্রমূখ।
বিতরণের মধ্যে রয়েছে, প্রতিষ্ঠান পর্যায়ে ৫৫০টি নারিকেলের চারা, ২৮০টি তাল গাছের চারা, ১হাজার ৩০০জন শিক্ষার্থীর মাঝে ৪টি করে ফলের চারা এবং ১০০জন কৃষকের মাঝে মরিচের বীজ বিতরণ করা হয়।