মোল্লাহাটে ওয়ারেন্টভুক্ত আসামি সোহাগ মোল্লা গ্রেপ্তার

প্রকাশ | ৩০ জুন ২০২৫, ১৮:০৩

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি সোহাগ মোল্লাকে আটক করেছে থানা পুলিশ। 

সোমবার (৩০ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চরবাসুড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত সোহাগ মোল্লা ওই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফজলুল হক জানান, থানায় দায়ের করা মামলা নম্বর ১১/২৫, তারিখ ১৮/০৩/২০২৫ ইং, ধারা ৩২৩/৫০৬ মোতাবেক গ্রেফতারী পরোয়ানা জারিকৃত আসামি সোহাগ মোল্লাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সোহাগ মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য মামলা হলো: মোল্লাহাট থানার মামলা নং ০৮/৩৫ (তারিখ ০২/০৫/২০২০) এবং ১৬/২৩ (তারিখ ১৬/০৩/২০২০)।

এদিকে, সোহাগ মোল্লার গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, অসহায় পরিবারের কমবয়সী মেয়েকে বিয়ে দিয়ে অর্থ হাতিয়ে নেয়া ও মাদক কারবারিসহ সোহাগ মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তিনি আটক থাকায় এলাকার পরিবেশ কিছুটা হলেও শান্ত থাকবে বলে আশা করছেন সবাই।

পুলিশ জানিয়েছে, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।