মোহনপুরে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার 

প্রকাশ | ৩০ জুন ২০২৫, ১৮:২১

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রতীকী ছবি

রাজশাহীর মোহনপুর উপজেলার দেরাজপাড়া গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় মানসিক ভারসাম্যহীন দেল মোহাম্মদ অরফে দেলুর (৫৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

 দেলু উপজেলার তশোপাড়া গ্রামের মৃত নাহারুল্লাহ এর ছেলে। সোমবার সকালে দেলুর লাশ পুকুরে ভাসমান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে। 

পরিবার সূত্রে জানা যায়, গত রোববার রাতে দেলু বাড়ি থেকে খাওয়া-দাওয়া না করে বাইরে চলে যায়। তারপর আর বাড়িতে ফেরেনি। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে খবর পাওয়া যায় দেলুর লাশ একটি পুকুরে পাওয়া গেছে। আমরা গিয়ে লাশ শনাক্ত করি। তবে পরিবার জানায়, দেল মোহাম্মদ অরফে দেলু মানুষিক ভারসাম্যহীন ছিলো। 

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, দেলু মানুষিক ভারসাম্যহীন ছিলো। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, দেলু যে কোন কারনে পানিতে নেমে আর উঠতে পারিনে। একারণে সে মারা যায়। লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।