আটোয়ারীতে কর্মসংস্থানের লক্ষ্যে দোকান প্রদান
প্রতিবন্ধী লুৎফরের দোকানের প্রথম কাস্টমার ইউএনও
প্রকাশ | ৩০ জুন ২০২৫, ১৮:৫৬

পঞ্চগড়ের আটোয়ারীতে প্রতিবন্ধী লুৎফর রহমানকে (৩৫) যাবতীয় মালামালসহ বিনামূল্যে দোকানঘর প্রদান করেছে উপজেলা প্রশাসন। বিনামূল্যে দোকান পেয়ে খুশীতে আত্মহারা প্রতিবন্ধী লুৎফর রহমান।
সোমবার (৩০ জুন) দুপুরে হঠাৎ একটি দোকানঘর নিয়ে লুৎফরের বাড়িতে হাজির হয় আটোয়ারী উপজেলা প্রশাসন।
উপজেলার ছোটদাপ গ্রামের মো. তরিকুল ইসলামের ছেলে লুৎফর রহমান জন্মগত সুত্রে শারীরিক প্রতিবন্ধী হয়েও কোনদিন ভিক্ষাবৃত্তি কিংবা কারো কাছে সাহায্যের জন্য যাননি।
পক্ষান্তরে লুৎফর আটোয়ারী প্রেস ক্লাব সংলগ্ন একটি মেকানিক্সের দোকানে কর্মচারী হিসেবে থেকে তার জীবন অতিবাহিত করছিলেন।
প্রতিবন্ধী এ যুবকের জীবনের গল্প শুনে সাহায্যের হাত বাড়িতে দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।
তিনি উপজেলা সমাজসেবা দপ্তরের সহযোগিতায় ওই অধিদপ্তরের ভিক্ষুক পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় প্রায় ৬০ হাজার টাকা ব্যয় করে লুৎফরকে তার বাড়িতে নতুন কর্মসংস্থান হিসেবে প্রায় ৭৫ প্রকারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহকারে একটি দোকানঘর উপহার দেন।
লুৎফরের দোকানের প্রথম কাস্টমারও ছিলেন ইউএনও মো. আরিফুজ্জামান। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা প্রকোশলী মো. ফয়সাল, সমাজসেবা কর্মকর্তা মো. আবু তাহের ও আটোয়ারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু।