‘পঞ্চগড়ে ভূমিসেবা সহজ করবে ভূমিসেবা সহায়তা কেন্দ্র’

প্রকাশ | ৩০ জুন ২০২৫, ১৯:৪১

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবেত আলী: ছবি যায়যায়দিন

নির্দিষ্ট ফি এর বিনিময়ে ভূমিসেবায় সহায়তা দিতে পঞ্চগড়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা বাজারে এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী। 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, প্রথম দফায় জেলায় ৭টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হবে এবং ক্রমান্বয়ে প্রত্যেক ইউনিয়নে এই সেবা চালু করা হবে। 
এই সেবা কেন্দ্রের মাধ্যমে যারা তথ্য প্রযুক্তিতে দক্ষ নন তারা সহজেই সরকার নির্ধারিত ফি দিয়ে ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান, জমির নকশাসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, আরডিসি মিজানুর রহমান, 
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি, হাড়িভাসা ইউপি চেয়ারম্যান সাইয়েদ নুর-ই-আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ। 

এ সময় জেলা প্রশাসক আরও বলেন, এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত হবে। তবে যারা তথ্য প্রযুক্তিতে দক্ষ তারা মুঠোফোনের মাধ্যমে ঘরে বসেই ভূমি সংক্রান্ত অনেক সেবা নিতে পারছেন।  
এটি কেবল প্রান্তিক এলাকার অনগ্রসর মানুষের সহায়তার জন্য করা হচ্ছে। আর সরকার নির্ধারিত ফি নির্ধারিত থাকায় অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ থাকছে না।