রাস্তা এখন খাল: সলঙ্গায় সেতুর অভাবে অবর্ণনীয় কষ্টে ২০০ পরিবার

প্রকাশ | ৩০ জুন ২০২৫, ২০:০৪

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

বন্যায় রাস্তা খালে পরিণত, বিচ্ছিন্ন হয়ে পড়েছে সলঙ্গার জগজীবনপুর আলমের দহ পশ্চিম পাড়ার দুই শতাধিক পরিবার।

সিরাজগঞ্জের সলঙ্গার এক বিচ্ছিন্ন জনপদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য একটি ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। চলাচলের রাস্তা ও খালের উপর ব্রিজ না থাকায় দীর্ঘদিন যাবত দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলার সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর আলমের দহ পশ্চিম পাড়ার মানুষের। 

জানা গেছে, ১৯৮৮ সালে বাংলাদেশের ভয়াবহ বন্যায় উপজেলার সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর গ্রামের ভিতর দিয়ে একটি খালের সৃষ্টি হয় পরবর্তীতে যার নাম দেয়া হয় আলমের দহ। এরপর থেকে জগজীবনপুর আলমের দহের পশ্চিমপাড়ার শতাধিক পরিবারের কয়েকশ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। 

শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত, কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য পরিবহন, অসুস্থ রোগীদের হাসপাতালে আনা নেয়া সহ নিত্যদিনের ভোগান্তি এই পাড়ার মানুষের। মুল জনপদ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে জগজীবনপুর আলমের দহ পশ্চিমপাড়াটি। এখানে বসবাসরতদের দাবি আলমের দহের উপর একটি ব্রিজ নির্মাণের মাধ্যমে প্রধান সড়কের সাথে সংযোগ স্থাপনের। 

জগজীবনপুর আলমের দহ পশ্চিমপাড়ার বাসিন্দা মোঃ আব্দুল মজিদ, আব্দুল করিম রহমত আলী সহ অনেকে বলেন, একটি ব্রিজের অভাবে আমাদের যাতায়াতে এতোটাই সমস্যা যা প্রকাশ করার মতো না। আমরা এই পাড়ার সকলে বহু বছর ধরে অন্যের বাড়ির উপর দিয়ে যাতায়াত করি।  এতে সবসময় কোন না কোন সমস্যার সম্মুখীন হতে হয়। মানুষের কটু কথা সহ্য করতে হয়। ব্রিজের অভাবে আমরা প্রতিটি ক্ষেত্রে বাঁধাগ্রস্ত হচ্ছি। 

সলঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সলঙ্গা থানা জামায়াতের আমির মোঃ রাশেদুল ইসলাম শহিদ বলেন, এই পাড়াটি একটি বিচ্ছিন্ন জনপদে পরিনত হয়েছে। এখানকার মানুষজনের কষ্টের কোন সীমা নেই। শিক্ষা চিকিৎসা কৃষি পণ্য পরিবহন থেকে শুরু করে সকল কাজেই অসহনীয় ভোগান্তি সহ্য করতে হয়। বিশেষ করে এই পাড়ার কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিতে অনেক বিড়ম্বনায় পড়তে হয়।  সবচেয়ে কষ্টের বিষয় হলো মৃত ব্যক্তির লাশ কাধে নিয়ে যাওয়ার অবস্থাও নেই। আলমের দহে একটি ব্রিজ নির্মাণের মাধ্যমে এখানকার মানুষের ভোগান্তির অবসন ঘটানোর জোর দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে এলজিইডির উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল্লাহ বলেন, ওই স্থান পরিদর্শন করে ব্রিজ নির্মাণের উপযোগী মনে হলে এবং খালের দুপাশের রাস্তাটি আইডি ভুক্ত থাকলে ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হবে।