লালপুরে তিন মাদক কারবারি আটক

প্রকাশ | ০১ জুলাই ২০২৫, ১০:২৩

লালপুর (নাটোর) প্রতিনিধি
আটককৃত তিন মাদক কারবারি

নাটোরের লালপুরে ইয়াবা ও ফেনসিডিল সহ তিন মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হল- রাসেল,রুবেল ও আলম। এদের বয়স ১৮-২০ বছর।

সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিলমাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও এক বোতল ফেনসিডিল সহ তাদেরকে আটক করে সেনাবাহিনী।

আটককৃতদের লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।