রামগড় উপজেলা ও পৌর বিএনপির কমিটি অনুমোদন
প্রকাশ | ০১ জুলাই ২০২৫, ১০:২৭

বিএনপির রামগড় উপজেলা ও পৌর শাখার কমিটি (আংশিক) অনুমোদন হয়েছে।
সোমবার (৩০ জুন) খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া ও সাধারণ সম্পাদক এম এন আবছার আট সদস্যের এ কমিটি অনুমোদন দেন। অনুমোদিত কমিটিকে আগামী দশ দিনের মধ্যে স্ব স্ব শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন করে প্রস্তাব করার নির্দেশনা দেয়া হয়েছে।
উপজেলা বিএনপি কমিটির সভাপতি হয়েছেন মোঃ জসিম উদ্দিন।তিনি সদ্যপ্রয়াত সভাপতি ইব্রাহীম খলিলের স্থলাভুক্ত হলেন।কমিটিতে স্থান পাওয়া অন্যান্য নেতৃবৃন্দ হলেন,সিনিয়র সহ-সভাপতি পদে জসিম উদ্দিন (সাবেক কমিশনার) সহ- সভাপতি নুরুল আমিন (সাবেক মেম্বার), সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, যুগ্ম সম্পাদক ইলিয়াছ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, সাংগঠনিক সম্পাদক-২ আলীম উল্লাহ, সদস্য নূর হোসেন নূরু।
অপরদিকে ,পৌর বিএনপি'র কমিটিতে সভাপতি হয়েছেন মোঃ বাহার উদ্দিন, সিনিয়র সহ- সভাপতি সুজায়েত আলী সুজা, সহ-সভাপতি, মহি উদ্দিন হারুন,সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট করিম উল্ল্যাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক-২ জামাল উদ্দিন শামীম ও সদস্য জানে আলম দুলাল।
কমিটিগুলো অনুমোদন দেয়ার পর থেকে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।অনেকেই সরাসরি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।
এদিকে উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন ও পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিনসহ অন্যান্যরা নিজ নিজ ফেইসবুক পেইজে পোস্ট করে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের উপর অর্পিত গুরুদায়িত্ব পালনে প্রশাসন ও দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন।