দৌলতপুরের সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের ব্যাংক হিসাব জব্দ

প্রকাশ | ০১ জুলাই ২০২৫, ১১:৪৩

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সাবেক এমপি রেজাউল হক চৌধুরী এবং তার ভাই টোকেন চৌধুরী

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি রেজাউল হক চৌধুরী এবং তার ভাই সাবেক দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানও উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ চৌধুরী ওরফে টোকেন চৌধুরীর ১৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।

গত সোমবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ ছুনিয়া খানম দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

 এর আগে সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক সাংসদ রেজাউল হক চৌধুরী ও তার ছোট ভাই, ( উপজেলা পরিষদ চেয়ারম্যান) টোকেন চৌধুরীর ১৪ টি ব্যাংক হিসাব জব্দের জন্য কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া। 

গত সোমবার এ আবেদনের শুনানি শেষে বিচারক জুনিয়া খানম দুই ভাইয়ের ১৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন। 

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান এই সাবেক সাংসদ রেজাউল হক চৌধুরী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।