বাঁশখালীতে জুলাই বিপ্লবের স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
প্রকাশ | ০১ জুলাই ২০২৫, ১২:১৭

ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান।
আর এই 'জুলাই বিপ্লব' নামে পরিচিত, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চট্টগ্রামের বাঁশখালীতে ‘বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন' এক মাসব্যাপী বিস্তৃত কর্মসূচি গ্রহণ করেছে।
তরুণ প্রজন্মের মধ্যে বিপ্লবের চেতনাকে বাঁচিয়ে রাখতে।সেই দিনগুলোর আত্মত্যাগ এবং অর্জনকে স্মরণীয় করে রাখতে মঙ্গলবার (১ জুলাই) ৩৬ দিনব্যাপী এই কর্মসূচির ঘোষণা দেন তারা।
তাদের ৩৬ দিনব্যাপী এই কর্মসূচিগুলো হলো:
১ থেকে ১০ জুলাই: বৃক্ষরোপণ অভিযান, ‘কর্মসূচির প্রথম ১০ দিন পরিবেশগত ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাঁশখালীর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হবে। এটি বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন সূচনা এবং সবুজ ভবিষ্যতের প্রতীক।'
১১ থেকে ১৫ জুলাই: ডকুমেন্টারি প্রদর্শন ও প্রচার, ‘এই সময়ে বাঁশখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জুলাই বিপ্লবের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। একই সাথে সংগঠনের বিস্তারিত কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করতে প্রচারণামূলক কার্যক্রম চালানো হবে।
১৬ জুলাই: জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল, ‘জুলাই বিপ্লবের অন্যতম বেদনাদায়ক দিন, যেদিন প্রথম শহীদ আবু সাঈদ মৃত্যুবরণ করেন, সেই দিনটিকে বিশেষভাবে স্মরণ করা হবে। সকল 'জুলাই শহীদ'-দের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন।'
১৭ থেকে ২৪ জুলাই: আন্তঃস্কুল ও কলেজ প্রতিযোগিতা (প্রাথমিক পর্যায়), ‘বিপ্লবের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্কুল ও কলেজ পর্যায়ে '৩৬শে জুলাই' শীর্ষক বিতর্ক, স্মৃতিচারণমূলক লিখন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন।'
২৫ থেকে ৩১ জুলাই: প্রতিযোগিতা, ‘প্রাথমিক পর্যায়ে উত্তীর্ণ প্রতিযোগীদের নিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ১ আগস্ট থেকে ৩ আগস্ট প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগ থেকে বিজয়ী নির্বাচন করা হবে।'
৪ আগস্ট: সেমিনার ও পুরস্কার বিতরণী, "৩৬শে জুলাই" শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হবে, যেখানে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট, তাৎপর্য এবং ভবিষ্যৎ বাংলাদেশের উপর এর প্রভাব নিয়ে আলোচনা হবে। সেমিনার শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
৫ আগস্ট: (৩৬শে জুলাই) পাঠাগার উদ্বোধন, ‘কর্মসূচির শেষ দিন, যা মূলত ৫ই আগস্টের প্রতীকী রূপ '৩৬শে জুলাই' হিসেবে পালিত হচ্ছে, সেদিন বাঁশখালীতে 'জুলাই স্মৃতি পাঠাগারের প্রথম শাখার উদ্বোধন করা হবে। এই পাঠাগারটি জুলাই বিপ্লবের ইতিহাস এবং জুলাই গণঅভ্যুত্থানের সাথে সম্পর্কিত জ্ঞান চর্চার একটি কেন্দ্র হিসেবে কাজ করবে।'
বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি মুনতাসির বিল্লাহ রাহাত বলেন, ‘এই ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনা ও আদর্শ সমাজের সকল স্তরের মানুষের, বিশেষ করে তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।
এই ৩৬ দিনের কর্মসূচিটি মূলত জুলাই বিপ্লবের সময়কার ঘটনাবলী এবং তার চূড়ান্ত সফলতাকে কেন্দ্র করে সাজানো হয়েছে।'
তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবের ৩৬দিনের কর্মসূচীর লক্ষ্য হলো নতুন প্রজন্মের কাছে সেই সময়ের সঠিক ইতিহাস তুলে ধরা এবং শহীদদের আত্মত্যাগকে সম্মান জানানো।
তরুণ প্রজন্মের মধ্যে বিপ্লবের চেতনাকে বাঁচিয়ে রাখতে।সেই দিনগুলোর আত্মত্যাগ এবং অর্জনকে স্মরণীয় করে রাখতে ৩৬ দিনব্যাপী ধারাবাহিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।