রাজিবপুরে ব্যক্তি উদ্যোগে সেতু মেরামত

প্রকাশ | ০১ জুলাই ২০২৫, ১২:২৩

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার অন্তর্গত চর সজাই দাখিল মাদ্রাসার শিক্ষক আমিনুর রহমান-যাযাদি

কখনো বাঁশের সাঁকো তৈরি করা, কখনো রাস্তা মেরামত করা, কখনো রোগীর সেবা করা, শীতার্ত মানুষকে সাহায্য করাসহ বিভিন্ন ধরনের সেবা মূলক কাজে সবসময় নিজেকে নিয়োজিত রেখে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। 

এই মানুষটি হচ্ছেন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার অন্তর্গত চর সজাই দাখিল মাদ্রাসার শিক্ষক আমিনুর রহমান।

সম্প্রতি একটি কাঠের তৈরি সেতুর মেরামত করে এলাকায় আলোচনার সৃষ্টি করেছেন।

ধারন ক্ষমতার বাইরে মালামাল বহন ও যাত্রীবাহী যানবাহন চলাচল করায় কাঠের তৈরি সেতুটি একেবারে ঝুঁকিপূণ হয়ে পড়েছিল।  
তারপরও প্রতিনিয়ত যাতায়াতে এটি ছাড়া কোন উপায় ছিল না। 

সেতুটি চলার উপযোগী করে তুলতে নিজের  টাকায় মেরামত করলেন সমাজ সেবক এই শিক্ষক।রাজিবপুর উপজেলার বদরপুর এলাকায় খাজার ঘাট নামের কাঠের তৈরি সেতু।

জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে দেড় বছর আগে  তৎকালীন সংসদ সদস্যের উদ্যোগে সেতুটি নির্মাণ করা হয়। 

নির্মাণের পর এক বছর স্বল্প ভারী যানবাহন চলাচল করলেও বর্তমানে ঝুঁকিপূণ হয়ে পড়েছে। জনপ্রতিনিধিরা কোনো উদ্যোগ না নেয়ায়  সেতুটির ভেঙ্গে পরার উপক্রম হয়। 

আসন্ন বন্যার সময় জনদুর্ভোগের কথা বিবেচনা করে এটি মেরামতে উদ্যোগী হন আমিনুর রহমান। গত তিন দিনে নিজের টাকায় কাঠ, বাঁশ,লোহা ও শ্রমিক যোগাড় করে সেতুটি মেরামত করেন। শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করতে ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে।

এ বিষয়ে শিক্ষক আমিনুর রহমান যায়যায়দিনকে জানান, সেতুটির উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু বর্তমানে এটি চলাচলে খুব ঝুঁকি পুর্ন হয়েছিল। 

তাই নিজের টাকায় এবং বদরপুর এলাকায় রাকিব হাসান সহ স্থানীয় কয়েকজন যুবকের সহযোগিতায় সেতুটি মেরামত করেছি।

রাজিবপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান বলেন,নিজের টাকা খরচ করে এ রকম একটি জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত করা আসলে প্রশংসার দাবিদার।

রাজিবপুর উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি আঃ রশিদ সরকার বলেন জনগণের স্বার্থে এমন একটি কাজের জন্য আমিনুর রহমান মাস্টারকে ধন্যবাদ দেয়া দরকার।