মতলবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে চায়না দুয়ারী জাল জব্দ

প্রকাশ | ০১ জুলাই ২০২৫, ১৩:৫১

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩৫৫ টি চায়না দুয়ারী চাঁই ও ১ টি গছি/ চরঘেরা জব্দ -যাযাদি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩৫৫ টি চায়না দুয়ারী চাঁই ও ১ টি গছি/ চরঘেরা জব্দ করা হয়েছে ।

সোমবার  (৩০জুন-২০২৫) সকাল ৯ টা হতে দুপুর  ১.৩০ পর্যন্ত মেঘনা নদীর দশানী, সটাকী, বাবুরবাজার, ষাটনল, কালীরচর এলাকায়  অভিযান পরিচালনা করে এ গুলো জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়,মৎস্য রক্ষা অভিযানে মেঘনা নদীর দশানী, সটাকী, বাবুরবাজার, ষাটনল, কালীরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে ৩৫৫ টি চায়না দুয়ারী চাঁই, ১ টি গছি/ চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস,বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার নাসির উদ্দিন,মোহনপুর নৌ পলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো: আহসান।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, ৩৫৫ টি চায়না দুয়ারী চাঁই, ১ টি গছি/ চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে,  এ অভিযান অব্যাহত থাকবে।