গফরগাঁওয়ে মাদ্রাসায় যাওয়ার পথে নৌকা ডুবে ৩ শিক্ষার্থী নিখোঁজ 

প্রকাশ | ০১ জুলাই ২০২৫, ১৪:০৬

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদরাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ তিন শিক্ষার্থী-যাযাদি

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদরাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ হয়েছে তিন শিক্ষার্থী।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাগলা থানাধীন টাঙ্গাব ইউনিয়নের বাসিয়া এলাকায়  ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো- পাশ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী  শাপলা (১৫), হাবিব মিয়ার ছেলে ইতেদায়ী ক্লাসের আবির (৭) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তারা সবাই বিরুই নদীর পাড় দাখিল মাদরাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে  সাড়ে ৯ টায় গফরগাঁও উপজেলার নদীর পাড় দাখিল মাদরাসা ও দত্তেরবাজার স্কুলের ৯ জন শিক্ষার্থী নিয়ে একটি ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদরাসায় যাচ্ছিল। 

টাঙ্গাব ইউনিয়নের বাসিয়া এলাকায়  ব্রহ্মপুত্র নদ এলাকায় পৌঁছালে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন শিক্ষার্থী নিখোঁজ হয়।

খবর পেয়ে গফরগাঁও ও কিশোরগঞ্জ সদর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে একজনের মরদেহ উদ্ধার করে ।বাকি দুই শিক্ষার্থীর নিখোঁজ রয়েছে ।

কিশোরগঞ্জ সদর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার আমিনুর রহমান যায়যায়দিনকে জানান  ,ঘটনাস্থল থেকে শাসলা নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয় ।অন্য শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে ।

গফরগাঁও থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, নৌকা ডুবির খবর পেয়ে দ্রুত গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ বিশ্বাসসহ আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করি ।একজনকে উদ্ধার করা হয়েছে বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে ।