অপরাধ দমনে চিলমারীর আকাশে ‘ড্রোন’ ব্যবস্থা জোরদার

প্রকাশ | ০১ জুলাই ২০২৫, ১৫:৩৯

কুড়িগ্রাম প্রতিনিধি
আকাশে ড্রোন উড়িয়ে ঝুঁকি পূর্ণ স্থান গুলোতে নজরদারি জোরদার করা হয়। ছবি: যাযাদি

কুড়িগ্রামের চিলমারী,রৌমারী,রাজিবপুর রুটে চলাচল রত যাত্রীসহ দূর্গম চরাঞ্চল গুলিতে সংঘটিত অপরাধ দমনে আকাশে ড্রোন উড়িয়ে ঝুঁকি পূর্ণ স্থান গুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। সেই সাথে নৌপথকে দুইদিন বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ঝুঁকিপূর্ণ এই রুটে গোয়েন্দা পুলিশ (ডিবি), নৌপুলিশ, থানা পুলিশ টহল জোরদার করেছে। প্রতি হাটবার করে এ নজরদারি কঠোর ভাবে পরিচালনা করা হচ্ছে৷

পুলিশ সুত্র জানায়,  বিভিন্ন সময় চিলমারী-রৌমারী-রাজিবপুর রুটে ডাকাতির ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে এই দুই রুটে হাটের দিন সহ অন্যান্য দিনেও পুলিশ বিশেষ নজরদারি করছে।  পুলিশের টহলের পাশাপাশি ড্রোন উড়িয়ে এ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে বিশেষভাবে নজরদারি করা হচ্ছে এবং এটি চলমান থাকবে৷

উপজেলার চিলমারীর জোড়গাছে সপ্তাহে রবিবার ও বুধবার বৃহৎ হাট বসে৷ এদিন চিলমারীর চর এলাকাগুলো ছাড়াও আশেপাশে উপজেলার থেকে নৌরুটে বিভিন্ন ব্যবসায়ীরা আসে হাটে ব্যবসা করতে। সম্প্রতি পর পর ৩ থেকে ৪ টি নৌ ডাকাতির ঘটনার পর জেলা পুলিশ সুপারের নির্দেশে সংশ্লিষ্ট থানা পুলিশ নৌ ডাকাতি দমনে কাজ করে যাচ্ছে। ফলে ডাকাতির প্রবণতা অনেকাংশে কমে গেছে।

সরেজমিনে দেখা গেছে,পুলিশের পক্ষ থেকে চিলমারী উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট জোড়গাছ হাট,  রমনা ঘাট, কাঁচকোল, ফকিরের হাট, চিলমারী ইউনিয়নের চরগুলো সহ বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

চিলমারী ইউনিয়নের বাবু,রাসেল ও পল্লব জানান, এখন ডাকাতি কমে গেছে নাই বললেই চলে। আর ড্রোন দেখা যায় আকাশে উড়াতে ফলে ঝোপঝাড়ে যদি কোনো ডাকাত দল বা মাদককারবারী থাকে তাহলে সেসব খুব সহজেই ধরা পড়বে। এ স্পর্শকাতর দূর্গম এলাকায় অপরাধ দমনে ড্রোন ক্যামেরার বিশেষ ব্যবস্থা করায় তারা জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

মাহফুজার নামে এক ব্যবসায়ী বলেন, এখন হাটের দিন হাট করতে আসতে ভয় করে না। ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে নৌকায় পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।

এবিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, চিলমারী নদীবন্দর ও নৌরুটে অপরাধ প্রতিরোধের জন্য সার্বক্ষণিক ড্রোন মনিটরিং চলছে। অতিরিক্ত পুলিশি তৎপরতায় নৌডাকাতি দীর্ঘ দিন বন্ধ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।