আদমদীঘির বিএনপি অফিস ভাংচুর মামলায় একজন গ্রেপ্তার

প্রকাশ | ০১ জুলাই ২০২৫, ১৬:৪৮

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রতীকী ছবি

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের কয়াকুঞ্চি গ্রামে বিএনপির অফিসে ভাংচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় পুলিশ গোলাম রব্বানী ওরফে রাব্বি (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। 
গত সোমবার (৩০ জুন) বিকালে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোলাম রব্বানী ওরফে রাব্বি আদমদীঘি উপজেলার সিংহার গ্রামের আফছার আলীর ছেলে। 
তিনি একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে আদমদীঘি থানাসহ বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।  

মামলা সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কয়াকঞ্চি গ্রামস্থ বিএনপির অফিসে গত ২০২৪ সালের ২৫ ডিসেম্বর দিবাগত রাতে দলবদ্ধ ও দেশীয় অস্ত্র নিয়ে কয়াকঞ্চি গ্রামস্থ বিএনপির অফিসে হামলা চালায়। 
এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাংচুর ও পদদলীত করে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। 

এ ঘটনায় একই সালের ২৬ ডিসেম্বর রাতে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ হোসেন সরকার বাদি হয়ে ৫৩জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫০জনসহ মোট ২০৩জনের বিরুদ্ধে নাশকতা সৃষ্টি সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। 
এ মামলার এজাহাভুক্ত ৫১ নম্বর আসামি গোলাম রব্বানী ওরফে রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকে মঙ্গলবার (১ জুলাই) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে মামলার তদন্তকারি থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী জানান।