চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইমাম চকরিয়ার মাওলানা জাহেদুল

প্রকাশ | ০১ জুলাই ২০২৫, ১৮:২২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইমাম মাওলানা জাহেদুল ইসলাম: ফাইল ছবি

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে সম্মাননা অর্জন করেছেন চকরিয়া পৌরসভার পালাকাটা মারকাটা জামে মসজিদের ইমাম মাওলানা জাহেদুল ইসলাম।

গত রোববার (২৯ জুন) দুপুর ২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন-২০২৫-এ তাকে ১ম পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

ধর্মমন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রী ড. আ ফ ম খালেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সচিব একেএম আফতাব হোসেন প্রমাণিক এবং সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান।

মাওলানা জাহেদুল ইসলাম কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষক এবং দক্ষিণ পালাকাটা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ স্বীকৃতি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘এই অর্জন আমার একার নয়—এটি সংশ্লিষ্ট সবাইকে নিয়ে গড়া একটি সম্মিলিত সফলতা । আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং দেশবাসীর দোয়া কামনা করি।’

উল্লেখ্য, প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে নৈতিকতা, সমাজকল্যাণমূলক ভূমিকা ও ধর্মীয় শিক্ষায় অগ্রণী ভূমিকার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।