চৌগাছায় টাওয়ার লাইট স্থাপনের কাজ উদ্বোধন
প্রকাশ | ০১ জুলাই ২০২৫, ১৯:২২

যশোরের চৌগাছা প্রেস ক্লাব মোড়ে দৃষ্টিনন্দন টাওয়ার লাইট স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে দশটার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম এ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও চৌগাছা পৌরসভার প্রশাসক তাসমিন জাহান, উপজেলা প্রকৌশলী রিয়াসত ইমতিয়াজ, পৌরসভার প্রকৌশলী রুহুল আমিন, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাবেক প্যানেল মেয়র ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী কামাল আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, প্রেস ক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহকারী সাধারণ সম্পাদক বাবুল আক্তার,পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ আরও অনেকে।
পৌর প্রশাসক তাসমিন জাহান বলেন, সাত লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে যশোরের ঠিকাদার হাবিবুর রহমান নির্মাণ কাজটি সম্পন্ন করবেন।