শাল্লা উপজেলা বিএনপির আলোচনা সভা 

প্রকাশ | ০১ জুলাই ২০২৫, ২০:১৪

শাল্লা (সুনামগঞ্জ)  প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

আগামী জাতীয় সংসদ নির্বাচনের অনিশ্চয়ীতা কাটিয়ে জনগণের প্রত্যাশা পুরনে ভুমিকা রাখায় আগামী দিনের  রাষ্ট্র  নায়ক  বিএনপির  ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমান কে শুভেচ্ছা ও  অভিনন্দন  জানিয়ে বিএনপির অঙ্গ সংঘটনের উদ্যোগে  রেলী ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সুনামগঞ্জের শাল্লা  উপজেলা  মঙ্গলবার (১ জুলাই )দুপুর ১২ টায় উপজেলা   বিএনপির যুব দল  সেচ্ছাসেবক দল,ও ছাত্র দলের আয়োজনে  র‍্যলী ও আলোচনা সভা  নব নির্মিত শহীদ মিনার পাঙ্গনে  ও 

এম এ রাজ্জাক এর সভাপতিত্বে   ব্রজেশ রঞ্জুন  চৌধুরীর সঞ্চালনায়   র‌্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে ।  

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন    হাওরবেষ্টিত ( সুনামগঞ্জ) ২ দিরাই শাল্লা  আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট   তাহির রায়হান চৌধুরী পাবেল, তিনি জনতার  কাছে দোয়া চাইচেন ।

পড়ে  তিনি তার বক্তব্য উল্লেখ করে বলেন  ২০২৪ পহেলা জুলাই থেকে শুরু হয়েছিল মহা বিপ্লব  সে আন্দোলন কিন্তু একদিনেই শুরু  হয়নি, দীর্ঘ ১৭ বছর  তীলে তীলে আমাদের  চোখের সামনে দীর্ঘদিন আমাদের  প্রিয় নেতে সিলেট বিভাগের ছাত্র দলের সোনালী ফসল এমএ  ইলিয়াস আলী কে আমারা একনো খুঁজে পাইনি । আমাদের  ১৭ শ নেতা কর্মী খুনি শেখ হাসিনার কারাগারে এখনো বন্দী । আমি  বিএনপির  একজন কর্মী হিসেবে   আমাদের নেতা কর্মীদের কে ফেরত  চাই বর্তমান সরকারের  কাছে তিনি দাবি জানান।  

বিশেষ অতিথি হিসাবে  বক্তব্য রাখেন  বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ,  হুমায়ুন কবির তালুকদার, ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক  চেয়ারম্যান মোঃ  জাকির হোসেন,  যুগ্ন আহ্বায়ক আব্দুল করিম মাষ্টার,   সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী,    ছাত্র দলের আহবায়ক তারেক  হাসান, সদস্য  সচিব  তোফাজ্জল হক বাপন, দিরাই  পৌর বিএনপির আহবায়ক ,মিজানুর রহমান, কৃষক দলের আহবায়ক  মাহতাবউদ্দিন যুব দলের যুগ্ম আহবায়ক মাহবুব হোসেন শিশু, সাবেক সাধারণ সম্পাদক  ছাত্র দল  ছায়েদ হোসেন সাগর  কয়েস। 

এ ছারা আরও উপস্থিত ছিলেন যুব দলের সদস্য সচিব  রুবেল আহম্মেদ দুলাল, সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত  আহ্বায়ক নুরুল আমীন ,নজরুল ইসলাম, উজ্জ্বল মিয়া প্রমুখ