গাজীপুরে জমি দখলের চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ | ০১ জুলাই ২০২৫, ২০:১৪

গাজীপুরে হামলা ভাঙচুর ও জমি দখলের চেষ্টাসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১১টায় গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া সাংবাদিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাখাওয়াত হোসেন জানান, ‘জয়দেবপুর থানা এলাকায় বানিয়ার চালা মাহনা ভবানীপুর মৌজার ৭ একর ২ শতাংশ জমির কাতে ক্রয়কৃত ১২৬ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি।
গত ২৩ জুন রাতে ১৮ থেকে ২০ জন লোক অস্ত্র নিয়ে আমার ভোগ দখলীয় জমিতে থাকা সিসি ক্যামেরা, বসতবাড়ি এবং মার্কেটে ভাঙচুর করে। আমি এ ঘটনায় জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করেলে গত ২৫ জুন তাদের নামে মামলা হয়।’
তিনি আরও বলেন, ‘লুটেরা বাহিনী গত ২৯ জুন আমার ও আমার পরিবারের ৮ জনের নামে জয়দেবপুর থানায় সাজানো মিথ্যা মামলা করে। এমতাবস্থায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে হয়রানির উদ্দেশ্যে করা মামলা থেকে অব্যাহতি দিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করছি। একইসঙ্গে রাজনৈতিক দলের পরিচয় বহনকারী এসব ভূমিদস্যুদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’