টঙ্গিবাড়ীতে দেশীয় অস্ত্র নিয়ে চাঁদাদাবি
প্রকাশ | ০১ জুলাই ২০২৫, ২০:২৮

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদাদাবি করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গত শনিবার বিকাল ৫টায় মহিউদ্দিন হালদারের স্ত্রী মোসাম্মত সুমি আক্তার বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় মুন্নাসহ ৭/৮ জনকে আসামি করে অভিযোগ করেন।
জানা গেছে, উপজেলার কামারখাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন হালদারের বাড়িতে শুক্রবার বিকাল ৬টায় দেশীয় অস্ত্র নিয়ে মুন্সীগঞ্জ সদর টরকী গ্রামের মুন্নার নেতৃত্বে ৭ থেকে ৮ জন বাড়ির পাহারাদারকে গেইট খুলতে বলে।
এ সময় পাহারাদার গেইট খুলতে না চাইলে তাকে ভয় দেখায়। পরে তাদের ভয়ে পাহারাদার গেট খুলে দিলে বাড়ির ভেতর প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর মহিউদ্দিন চেয়ারম্যান ও তার পরিবারকে না পেয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে তারা।
অন্যথায় তাদের গুলি করে হত্যা করা হবে, এ সময় সিসির ক্যামেরা ভাঙচুর করে তারা চলে যায়। তাদের ভয়ে আতঙ্কে বসবাস করছে মহিউদ্দিন হালদারের পরিবার।
টঙ্গিবাড়ী থানা ওসি মো. মহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।