বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ 

প্রকাশ | ০১ জুলাই ২০২৫, ২১:০৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সেলিম সারোয়ারের নেতৃত্বে একটি প্যানেল ও আবু তাহের শামীমের নেতৃত্বে আরেকটি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মঙ্গলবার (১ জুলাই) বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত অ্যাসোসিয়শনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

এদিকে অভিযোগ রয়েছে আগামী ৯ আগস্ট অনুষ্ঠিতব্য নির্বাচনের তফসিল ঘোষণার পর আবু তাহের শামীম সহ তার লোকজন নির্বাচন বানচাল করতে বেশ কয়েকজন ব্যবসায়ীকে ভূয়া সদস্য হিসেবে আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন সহ নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছিল। ভূয়া সদস্য হিসেবে আখ্যা দিলেও 
সঠিক প্রমান দেখাতে না পাড়ার কারণে নির্বাচন কমিশনার তা আমলে নেয়নি। নির্বাচন বানচাল করতে ব্যর্থ হয়ে শামীম প্যানেল নির্বাচনে অংশ গ্রহণ করার লক্ষ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

নির্বাচন কমিশনার সূত্রে জানা গেছে, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন ২০২৫-২৭ এর নির্বাচনে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৫০ টি মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। তার মধ্যে সেলিম সারোয়ার প্যানেল ও আবু তাহের শামীম প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ৫০ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। আগামী ৫ জুলাই মনোনয়ন পত্র দাখিল, ৮ জুলাই মনোনয়ন পত্র বাছাই, একই দিনে প্রাথমিক তালিকা প্রকাশ, ১৫ জুলাই বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, ১৭ জুলাই মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় এবং ১৯ জুলাই ব্যালট এবং ক্রমিক নং চুড়ান্ত তালিকা প্রকাশ। 

প্রধান নির্বাচন কমিশনার আনিসুল ইসলাম সানী বলেন, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী ৯ আগস্ট নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পত্র বিক্রি করা হয়েছে। সেলিম সারোয়ার ও আবু তাহের শামীম সহ মোট ৫০ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। আসা করছি সকল সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন করতে ব্যবসায়ী সহ প্রার্থীরা আমাকে সব ধরনের সহযোগিতা করবেন। যাতে সকলের গ্রহণ যোগ্য একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারি।