ছাত্রদলের হামলায় বৈছাআ জেলা আহ্বায়কসহ আহত ৫

প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১০:৩৪

বরিশাল অফিস
-ফাইল ছবি

বরিশাল বিএম কলেজে ছাত্রদলের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার আহবায়কসহ ৫ জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে বিএম কলেজের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে পূর্বপরিকল্পিত দাবি করে জড়িতদের দ্রুত বিচার দাবি করে প্রতিবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা। 

হামলায় আহতরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক সাব্বির হোসেন সোহাগ, জুলাই অভুত্থানের বিএম কলেজের অন্যতম সমন্বয়ক শাহাবুদ্দিন মিয়া, শিক্ষার্থী ফেরদৌস রুমি, রাহাত ও সিফাত।

আহতদের অভিযোগ, সাবেক ছাত্রলীগ ও বর্তমানে ছাত্রদল নেতা পরিচয়ধারী অনার্স প্রথম বর্ষের ছাত্র ইয়াসিন ভূইয়া জুলাই যোদ্ধাদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছিলো। এ বিষয় নিয়ে সম্প্রতি জুলাই অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ফেরদৌস রুমির সঙ্গে তার তর্কবিতর্ক হয়। ওই ঘটনার জেরে মঙ্গলবার ইয়াসিন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে রুমির ওপরে হামলা চালায়। হামলার আগে শিক্ষার্থীরা অধ্যক্ষের সাথে কলেজের চলমান আন্দোলনের বিষয়ে সভা করে ফিরছিলেন। এ ঘটনার বিচার দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেয়া প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়েছে, ছাত্রলীগের ইয়াসিন ছাত্রদলের একাংশের নেতাকর্মীদের নিয়ে পরিকল্পিত এ হামলা চালায়।

তবে ক্যাম্পাস ছাত্রদল সূত্র জানিয়েছে, সিনিয়র-জুনিয়র দ্বদ্বের এ ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে ইয়াসিন সিগারেট টেনে সেই ধোয়া রুমির শরীরের ওপরে ছেড়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা নিয়ে ইয়াসিন ও রুমির মধ্যে দ্বন্দ্ব চলছিল।