মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির অভিষেক
প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১২:১২

মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ নুরের নবী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শাহজাহানের সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি হামিদা আবেদিন পলির সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন শিক্ষানুরাগী, রাজনীতিবিদ জিয়াউল হক, অভিবাবক সদস্য মোশারফ হোসেন লিটু চৌধুরী, জসীম উদ্দিন ও শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নুরের নবী বলেন, আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত শিক্ষার মানোন্নয়ন। সমাজের উন্নয়ন ও অগ্রগতির জন্য শিক্ষাব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর শিক্ষাব্যবস্থার প্রধান স্তম্ভ হলেন শিক্ষক। শিক্ষকেরা শুধুমাত্র শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞান দান করেন না বরং নৈতিকতা, মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতার শিক্ষা দেন। আমরা আবারো এই বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। এজন্য সবাইকে আন্তরিকতা দিয়ে কাজ করতে হবে।