শ্রীপুরে দপ্তরীর বিরুদ্ধে শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ

প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৩:০২

শ্রীপুর পৌর (গাজীপুর) প্রতিনিধি
দপ্তরী মো. আসাদ

গাজীপুরের শ্রীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দপ্তরী মো. আসাদের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্লীলতাহানির একাধিক অভিযোগ পাওয়া গেছে। 

একাধিক শিক্ষার্থীর সূত্রে জানা যায়, ওই দপ্তরির বিরুদ্ধে অভিযোগ করা হলেও  কোন বিচার বা প্রতিকার পাওয়া যায়নি।

শিক্ষার্থীদের শ্লীলতাহানি এবং শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করা হয় বলে অভিযোগ রয়েছে দপ্তরী আসাদের বিরুদ্ধে। 

অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত থাকায় দপ্তরি আসাদকে একাধিক বার কান ধরে উঠবস করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছেন।

গত ১৬এপ্রিল২০২৫ এ অষ্টম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ের ল্যাবের কক্ষে বই নেওয়ার জন্য গেলে ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেয়।

পরে মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। এরপর  মেয়েটির মা ও স্বজনরা বিদ্যালয়ে এসে দপ্তরি আসাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দপ্তরী মো. আসাদ এর জঘন্য অপরাধের লিখিত অভিযোগ শিক্ষা অফিসারের কাছে রয়েছে।

 বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহানা পারভীন শ্লীলতাহানির অভিযোগের কথা স্বীকার করে বলেন, আমি ভুক্তভোগী পরিবারকে শিক্ষা অফিসারের বরাবর অভিযোগ করতে পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, আমি কয়েকদিন যাবত অসুস্থ ছিলাম। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।