ফুলবাড়ীতে বিস্ফোরণ মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৩:১৭

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মো. কামরুজ্জামান শাহ (কামরু) (৫৮)

দিনাজপুরের ফুলবাড়ীতে ককটেল বিস্ফোরণের একটি মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য শাহ মো. কামরুজ্জামান শাহ (কামরু) (৫৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) রাত ৮টার দিকে ফুলবাড়ী পৌর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল আলম।

গ্রেফতার হওয়া কামরুজ্জামান উপজেলার সুজাপুর গ্রামের মৃত শাহ খোরশেদ আলীর ছেলে। স্থানীয় রাজনীতিতে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন এবং একটি সময় এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করতেন।

পুলিশ জানায়, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপি একটি মিছিল বের করে। মিছিল চলাকালীন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে সন্দেহভাজন হিসেবে কামরুজ্জামানের নাম উঠে আসায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।