কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন

প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৩:২০

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে খুলনার ডুমুরিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত

কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষন ও বিবস্ত্র করে ভিডিও ধারণসহ সারাদেশে নারী ও শিশু ধর্ষণ ঘটনার প্রতিবাদে এবং ধর্ষণকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে খুলনার ডুমুরিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ভূমিহীন সংগঠন ও নিজেরাকরি সংস্থার আয়োজনে বুধবার (২রা জুলাই) সকাল ১১টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙ্গে নারী ধর্ষন ও বিবস্ত্র করে ভিডিও ধারণসহ সারাদেশে নারী ও শিশু ধর্ষনের মত যে ন্যাক্তারজনক ঘটনা ঘটেছে পুনরায় যাতে না ঘটে সে বিষয়ে অন্তর্বতীকালীন সরকারের নিকট আহবান জানান। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুমিহীন সংগঠনের বিভাগী সমন্বয়ক পবিত্র সরকার, অঞ্চল সমন্বয়ক সাহাজুল ইসলাম, সংগঠনের আঞ্চলিক কমিটির সভাপতি নিলুফার ইয়াসমিন ও ইউনিয়ন কমিটির সদস্য কমলা রায়, কিশোরী নওরিন প্রমুখ।