লোহাগড়ায় গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে আলোচনা সভা
প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৪:০২

নড়াইলের লোহাগড়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকালে লোহাগড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে লোহাগড়া পৌর বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ।
সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোল্যা নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজার সরদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম সিকদার, ওহিদুজ্জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এ সাইফুল্লাহ মামুন, শেখ জহিরুল ইসলাম জহির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস আলম শিপলু, উপজেলা কৃষক দলের আহবায়ক আলম মুন্সি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. তাইবুল হাসান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য সাজ্জাদ সিকদার, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিফাত খানসহ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।