মাদরাসায় পড়ে বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম হলেন শরীফ
প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৪:৩১

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের সিরাজ উদ্দিন ও জ্যোৎস্না খানম দম্পতির সন্তান শরীফ খান ৪৪তম বিসিএস পরীক্ষায় পুলিশের ক্যাডারে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন।
জানা গেছে, শরীফ খান তাঁর প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাসহ দাখিল ও আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন নয়াবাজার ফাজিল মাদরাসা থেকে। এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে, ২০১৬-১৭ সেশনে।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) গত ৩০ জুন ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করলে দেশের শীর্ষে আসেন তিনি। এই সাফল্যে এলাকাবাসী গভীর গর্বিত।
এক সাক্ষাৎকারে শরীফ খান বলেন, “মহান আল্লাহর অশেষ কৃতজ্ঞতা জানাই, যিনি আমাকে এই সম্মানের দৌড়ে সেরা করেছেন। বাবা-মা এবং দাদা-দাদির দোয়া ছিল আমার জীবনের বড় শক্তি। বিশেষ করে আমার গুরু সাইফুল্লাহ ভাইয়ের প্রতি আমি চিরকৃতজ্ঞ, যিনি আমার পথপ্রদর্শক হিসেবে সর্বদা পাশে ছিলেন।”
শরীফের এই সাফল্য মাদরাসা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।