সিংগাইরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ

প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৪:৩৭

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ-যাযাদি

মানিকগঞ্জের সিংগাইরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ শুরু হয়েছে।

উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকালে এই নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ শুরু হয়।

এ উপলক্ষ্যে স্থনীয় সাবেক দলীয় এমপি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত'র উপজেলার চারিগ্রামস্থ বাসভবন চত্বরে এক কর্মশালার আয়োজন করা হয়। 

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা: সফিউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: আলাউদ্দিন, খান মোহাম্মদ হাবিবুল আলম মোহাম্মদ আলী, আব্দুল মান্নান, আমজাদ হোসেন, আব্দুল গফুর ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন। 

এছাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আলমাছ হোসেন।

এসময় উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি লাইলি বেগম, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মহিদুর রহমান, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুদ্দীন, সাবেক পৌর কাউন্সলর নুর আলম বাবুল, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো: সালাহ উদ্দিন, সদস্য সচিব ইসমাইল হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান গোলাপসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।